শোষণ-নিপীড়নের শিকার সর্বত্রই ঐ মধ্যবিত্তরাই,
পুঁজিপতি দেয় লোন, শস্যক্ষেত্র নষ্ট হয় ঝরা কিংবা ক্ষরায়।
এই মধ্যবিত্তের মাঝে উচ্চ মধ্যবিত্ত আছে এক শ্রেণি,
তারা মালিক নয় ! কখনো নিজেদের শ্রমিকও ভাবেনি।
কারণ তারা বেতন পায় মেধা বুদ্ধি শ্রমের বিনিময়ে,
এরা শিক্ষক, ব্যবসায়ী, কর্মচারি! থাকে বিবেকের ভয়ে।
এই গ্লোবায়নের যুগে পরিবর্তনে মধ্যবিত্তরাই বেশি আগ্রহী,
আথচ উচ্চবিত্ত বর্জোয়ারা ভোগ আর শোষণে বিশ্বাসী।
নিম্নবিত্তরা বোঝে না গ্লোবালাইজেশন। চায় তারা খাদ্য,
মধ্যবিত্তরাই সমাজকে গতিশীল করে রাখে সর্বত্রই সদ্য।