আঁধারে কাঁদে প্রশান্তি  নির্যাস বিদ্রোহী  সুখ,
তৃষ্ণায় ব‍্যকূল প্রগতির সাম‍্যে তারই বিমুখ।
সুখ সুখ করে জীবন বরবদ করে যারা,
সুখ পায় না, দুঃখের আঁধারে ডুবে সর্বসারা।
যা কিছু  আছে  তাই নিয়েই  মনের  আনন্দই সুখ,
না পাওয়ার বেদনাই হতাশায় বাড়ায় জীবনে দুখ।
সুখ তো মনের প্রশান্তি, হতাশা  বাড়ায় ক্লান্তি ;
দেহ মনের শান্তি, অধিক সম্পদ বাড়ায় ভোগান্তি।
কাজ করে খাও, পরের সম্পদে করো না লোভ;
না পাওয়ার বেদনায় ব‍্যর্থতায় রাখিও না ক্ষোভ।
সবাই  সব কিছু  পায় না, সবার  ভাগ‍্য সমান না ;
আপন কর্ম করে গেলে বিধাতা কাউকে বিমুখ করে না।