অনন্ত ক্রন্দন মন-মন্দিরে কিসের ইঙ্গিত!
বিষণ্ন আকাশে মেঘশূন্য মৌন সঙ্গীত।
শূন্যতায় পিঙ্গল তৃষিত হৃদয় একাকার,
সজল রক্ত প্রবাহে অবিরল হাহাকার।
ম্রিয়মান জ্যোৎম্নার আলো মন-মন্দির জুড়ে,
জীবনের প্রান্ত বেলায় চেতনা স্মৃতিতে ভেড়ে।
গন্তব্যের বিলাস কাননে বিষণ্ন ললনা ভাবায়,
সুখপাখি প্রমোদ তরিতে সুরাপানে লুকায়।
ছোবল মারে হিংস্র নেশা মন-মন্দির জুড়ে,
প্রতিশোধের নেশায়, ঐশ্বর্যের আশায় সব ছাড়ে।
বিষণ্ন দৃষ্টিতে দোলে ছায়ার কায়া কক্ষপথে,
অবিরাম কাঁদায় লোভের সম্মোহনে তার সাথে।
(০১ ডিসেম্বর ২০১২)