মিথ্যা কুহেলিকায় পথ হারায় মরীচিকায়!
তৃষ্ণা বাড়ে , সম্মুখে দ্যাখে জলাধার সেথায়।
আলোক রূপে আঁধারের হাতছানি আলেয়া,
মানব সমাজ পতিত দুর্নীতি সম আঁধারে।
পথহারা জতি, আলেয়ার ফাঁদে বসতি
দুর্নীতির ভারে ন্যুয়ে পড়েছে আজ জাতি।
আপন স্বার্থে আর কবে হবে মোহভঙ্গ,
দুর্নীতি করে, বীরদর্পে চলে দ্যাখায় দম্ভ।
দুর্নীতিতে দিশেহারা, প্রশাসন কুহেলিকার মাঝে;
জেগে ওঠো জাতি! কবে হবে মোহভঙ্গ কাজে।
(১১ জুলাই ২০১০)