পৃথিবীর পথে  ভোরের বাতাসে
শিশির ভেজা ঘাস ভালোবেসে
চলতে পথে হৃদয় মমতায় ভরে যায়
অপরূপ পৃথিবীর গোধুলী সন্ধ্যায়।


সেই ভোরের সোনালী রোদের আকাশে
চুমায় চুমায় ভরে দেয় সে ভালোবেসে
নীল আকাশের বুকে সাদা সাদা মেঘে
নিঝুম রাতে নক্ষত্রের ছবি এঁকে এঁকে।


ঋতু ভেদে হৃদয়ের ঊষ্ণ অধীরতা
বাড়ে বুকে নিশীথের ব্যথা-ব্যাকুলতা
বাঁধে নীড় একাকী মেঘের পরে
হেমন্তের ছন্দ পতনের সুরে সুরে।


মুছে ফ্যালে অবহেলা সন্ধ্যার আঁধারে
থেকে যায় সব কিছু ছায়ার উপরে
তবু, ধুলিমাখা বসুধাকে ভালোবেসে
হেঁটেছি পথে পথে মাটির মমতায় এসে।



   (২১/১২/২০০৯)