মনের কথা গুলো
-এম. মাহবুব মুকুল


গানের ঐ পংক্তি গুলো সাজিয়ে গুছিয়ে,
লিখেছো নতুন করে তোমায় আমায় মিলিয়ে।
কত না ছন্দ মমতা যাদু দিয়ে মণ্টা ভরিয়ে,
রেখেছো আপন করে বলোনি ভয়ে ভয়ে।
কত কথা জানতে চেয়েছো, কখনো বলিনি আমি;
শুনেছি অনেক কিছু, শরমে জানাও নি তুমি।
আপন অপন কথাগুলো যেন মনের ভিতরে,
গলায় পরিয়েছো মালা বিনিসুতা তারে।
ভালোবাসি কথাটি বলোনি মুখে একটি বার !
তবুও শুনেছি সে কথা নিরবে নির্জনে বারবার।
গানের ঐ পংক্তি গুলো লিখেছো আবার তুমি !
কতনা অভিমান, অনুভূতি দেখিয়েছো তুমি।
কত দিন পরে আবার লিখেছো নতুন গান,
অভিমানে অনুরাগে সে গানে জুড়ায় প্রাণ।
লিখবে আবার তুমি ঐ সেদিনের মনের কথা,
বেশি কিছু নয়, আবেগ প্রবণ নয় , অযথা।
প্রেম, মায়া মোহ আর ছলনার জ্বালে জড়িয়ে,
রেখো না দূরে ! রেখো আপন করে জড়িয়ে।