হেলার ছলে হাঁটলে পথে
ডুববে সেথায় খেলার ছলে,
ক্ষণিকের মর্ত্যে, সময় গেলে
পাবে না সাধনা বলে, কোন কালে।
ধ্রুপদী চেতনার প্রহসন যেন ঐ নর্তকী!
অস্তিত্বের লড়াইয়ে চলতে হবে একাকী।
মর্মভেদী ব্লাকহোলের জটিল আবর্তে
অমর জয় অক্ষয় আসে ষাধনার শর্তে।
অবিনাশী ঝংকার প্রাচ্য-পাশ্চাত্যের মহাকাল,
কল্পনার রাজ্যে ভবের সঙ্গম সমকাল।
নির্ঘুম রাতের একমুঠো রোদ্দুর,
হেলায় হারালে চোখে দেখবে সমুদ্দুর।
কবিতার ভরবেগ কবির আবেগ,
স্মৃতি-বিস্মৃতির স্বপ্নে তুমি হবে সাবেক।
চিত্রকল্পে রসের ভীড়ে,
হেলায় হারালে পৌঁছাতে পারবে না নীড়ে।
জগত সংসার চলে আজব খেলায়,
সবাই খেলছি খেলা ভাবনার দোলায়।
মনগগনে উদাসী হলে
ক্ষণিকের মর্ত্যে সময় যাবে চলে।
(১০ জুন ২০২০)