বিষণ্ন  !....প্রকৃতির মাঝে
            হঠাৎ ঘুম থেকে ওঠে
দরজার কাছে আড়মোড়া
               অজানার পথে...
দৃষ্টি সুদূর অতীতে
        কোথা ছিলে এতো দিন
মেঘের আড়ালে!
           ভুলে যাওয়া স্মৃতি....
হৃদয় রাজ্যে রক্তপুষ্পবেলা!
         সুপ্ত অবহেলা সর্বগ্রাসী
বেজে ওঠা নির্জন বসন্তকুমারী।
প্রলোভনে লুণ্ঠিত তুমি!
      বেদনায় আশাহত আমি!
নিমগ্ন  !---- একাকীত্ব
        মর্মচিত্তে পুষ্পের প্রণয়!
দেহতত্ত্ব রজনী বেলায়
       চক্রবৃদ্ধিসুদে ঋণখেলাপী
কিঞ্চিৎ গোধূলী একান্ত সন্ধ্যায়
বন্ধুর ছায়া উপশম
কে জানে - - - - কেমন আছে?
নিঃসঙ্গ দুপুরে---
            নিম্নমধ্যবিত্ত যুবকের
উদ্ভট প্রশ উদ্ভট  একান্ত নিরবে।
সোনালী পাখির পালকে
চলে এসো, দূরে কেন?