শোষণ করেছে মরীচিকা সব মরুজ্যোতি
যাবতীয় দুঃখমেঘের ঘণীভূত অনুভূতি,
নীরব কাঁন্নার পাথর কন্যা!
জীবনান্দের গোধুলিমাখা ঈষৎ সন্ধ্যা।
দুঃখ মাঠে স্বপ্নের লুকোচুরি অশ্রু নয়নে,
নীলাভ অথচ লালচে বুননে, তপ্ত বালুর ঘর্ষণে
মরুজ্যোতির মরীচিকার আকর্ষণে
আলো-আঁধারের ব্যাপ্ত মরুর বুকে দু’জনে;
মহাশূন্যতার কোলে কেবল শূন্যতার হাতছানি।
স্বপ্নগ্রামে মরীচিকা শোষে মরুজ্যোতির  দানাপানি।