মাতৃভাষা জাতিসত্তার ভাষা
     মানবজাতির সম্মান আর মর্যাদা,
মাতৃভাষা প্রকৃতির ভাষা
      প্রাণ শক্তিকে করে না আলাদা।
মাতৃভাষা চেতনার ভাষা
                       প্রাণ প্রচুর্যে ভরা,
মাতৃভাষা মায়ের ভাষা
                মায়ের মমতায় ঘেরা।
মাতৃভাষা স্বজাতির ভাষা
              শিক্ষার বাহন ও মাধ্যম,
মাতৃভাষা অনুরাগের রাঙানো ভাষা
       সাহিত্যে মননশীলতায় সক্ষম।
মাতৃভাষা স্বপ্ন দেখানো ভাষা
    স্বপ্ন যোগানোর অকল্পনীয় আশা,
মাতৃভাষা একরাশ ভালোবাসা
            বিবেক জাগ্রত করার ভাষা।
মাতৃভাষা অপূর্ব এক শক্তিময়
    মা-মাটি-মাতৃভাষার ভক্তি ভাষায়।
মাতৃভাষা লেখাপড়ার স্বর্ণদ্বার,
          বিবেক বাড়ায়শক্তি যোগায়
মাতৃভাষা অপূর্ব  এক শক্তি।
                মায়ের প্রতি শক্তি ভয়
মাতৃভাষায় কথাবলি মনজুড়ে
   হায়রে বোল, সুখের দোল হৃদয়।
(রচনাকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২০)