বাংলার গানে গানে সবুজের উদাস মনে,
ভালোলাগে আমার শ্যামল মায়ের আঁচল।
যৌবনের বিশ্ব মাতানো বাংলার রূপে,
ভালোবেসেছি বাংলার ঐশ্বর্য্য।
বাংলার মাঠে মাঠে ঘুরে দেখি সেই রূপ
ফরাসী, পর্তুগীজ, উইণ্ডিজ,ইংরেজ দেখেছিল সে রূপ,
সোনালী দেশে। রূপে মুগ্ধ হয়ে ঐশ্বর্য্যরে খোঁজে।
বাংলাদেশকে ভালোবাসি, সবুজের গানে গানে
যৌবনের সবুজ প্রান্তে - সেই সোনালী ধানে।
ফুল পাখি আর ফলের সমারহে
মুগ্ধ আমি বাংলার গোধুলি রূপে
রংধনু ওঠে অর্ধবৃত্তাকারে বাগ-বাগিচার উপরে
আবার কখনো পাহাড় নদী সগরের পরে।
নববধুর গলায় যেন রঙ বেরঙের  অলংকার!
গ্রাম বাংলার সবুজ মায়ের সেনালী আঁচলে
শহর নগর বন্দরের শপিংমলে
রূপের মেকাপ চলে।
আমি মুগ্ধ তার রূপে। সে যে অপরূপা
দিনে রাতে বাংলায় ছড়ায় প্রভা।


(১৮ জুন ২০১০ /শুক্রবার)