আঁধার ঠেলে রক্তরাঙা সূর্য এনেছি আমরা,
পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন হয়েছি আমরা।
মুক্তির আশায় অনাগত কাল ধরে ছুটেছি নিরন্তর,
মুক্তি সংগ্রামে চেতনায় ছিল স্বপ্ন বাঙালির অন্তর।
নতুন ভবনা, নিজস্ব মূল্যবোধ আর জাতীয় চেতনা,
মুক্তি সংগ্রামের মর্মমূলে ছিল জনতার মুক্তির সাধনা।
আমরা দেখেছি আমাদের মুক্তি সংগ্রামের বিজয়,
ওরা করেছিল ষড়যন্ত্র, নৈরাজ্য,অর্থনৈতিক বিপর্যয়।
দলে দলে মুক্তিকামী যুবক বিভিন্ন ট্রেনিং সেণ্টারে,
অবিনাশী চেতনা, অনন্ত প্রেরণা, অতুল সাহস নিয়ে।
বাঁচার স্বপ্ন, স্বাধীনতার স্বপ্নএক কাতারে এক শর্তে,
আমরা দেখেছি “রাইফেল রোটি আওরত” উপন্যাসে,
শহীদ আনোয়ার পাশার সাহসী অমর বাণী
রাত পোহালে কেটে যাবে সব।মাভৈ !



                                      ( ২৯ মার্চ ২০০৯