বাংলা আমার পতাকা শোভিত মিছিল,
প্রভাত ফেরিতে স্বপ্নের শাপলা ফুলের ঝিলিক।
পরাধীনতার মুখে ছুঁড়ে দেয় থুতু বাংলা বর্ণমালা,
সোনার বাংলা, রূপসী বাংলা, বাংলাদেশের পথচলা।


আমি বাংলার, আমি বাংলা ভাষার অনন্ত কথামালা,
          প্রতিবাদী হওয়া শিখিয়েছে আমায় বাংলা।
বাংলা আমার স্বপ্ন দেখিয়েছে পথচলার,
বাংলা আমার শিখিয়েছে আদায় করার অধিকার।


প্রেম বিরহের শোভিত ধ্বনি কথামালা,
হৃদয় কোনে আত্মীয়তার বন্ধন বর্ণমালা।
আর্তনাদের প্রতিধ্বনি সেদিনের মিছিলে,
এক হয়ে লড়েছিল আমরা যাইনি ভুলে।


পতাকা হাতে প্রভাত ফেরিতে যাওয়া,
“মোদের গরব মোদের আশা - -” আর
“আমার সোনার বাংলা ---” গাওয়া।
ভাষা জাতির জীবনবৃক্ষ শোভিত শাপলা ফুল,
আম্র কাননে, মুজিব নগরে বাংলাদেশের ফোঁটে ফুল।


বাংলা আমার ভাষার মিছিলে শিকল ছেঁড়া গান,
বাংলা আমার হুঙ্কার ছোঁড়া শেকড়ের টান।
বাংলা ভাষা মহামিলনের ঐক্যতার সুর,
মাতৃভাষা কতো না অপরূপ মধুর।
      (০৫ ফেব্রুয়ারি ২০১১)