একুশের গন্ধ অমৃত সুধা
               শহিদের প্রতি বিনম্রশ্রদ্ধা,
বীরের প্রতি অকৃত্রিম ভক্তি
  একুশের প্রেরণা স্বাধীনতার শক্তি।
অকৃত্রিম ভালোবাসা আমার বাংলাভাষা
        কথাবলা আমার মায়ের ভাষা,
বোধ অনুভবে মর্মবাণীতে
             একুশের প্রভাত ফেরিতে।
একুশের আলোয় আলোকিত জাতি
      একুশ ছড়িয়েছে বিশ্বে জ্যোতি।
মাতৃভাষা অমৃত সুধা
           শহিদের প্রতি অশেষশ্রদ্ধা।
(রচনাকাল: ০৫ মার্চ ২০২০)