রৌদ্রজ্বলা দুপুরবেলা একলা হাঁটে তৃষ্ণা জ্ঞানে,
সাঁতার কাটে গভীর জলে রঙ ললিতার মিলনে।
আপন জেদে দীর্ঘশ্বাসে মুখরা রমণীরা অনন্তকাল,
আদর সেহাগ আলিঙ্গনে নীল জোনাকির দল।
স্বপ্ন ভেঙ্গে আলুথালু ক্ষিপ্ত জাগতিক অনুভূতি,
পতন মুখো ছায়ার বাঁধন সেথায় নীরব আকুতি।
নীল জোনাকি সাঁতার কাটে আঁধার রাতের রবি,
আত্মগর্ভে দিশেহারা নির্বাসনে অম্লমধুর মুখোচ্ছবি।
প্রঞ্জাশীতল তিমির রাতে নীল জোনাকির দল,
পাপচিন্তার মগজ ধোলায় নিষিদ্ধ আতাতের ছল।
বিষবৃক্ষের নীলচে আলোয় শঙ্কিত প্রতারক সবই,
নীল জোনাকির ইচ্ছে ডানা জীবন প্রেমের মিলনছবি।
ডানা মেলে যায় হারিয়ে তেপান্তরে রতœপুরির সংসারে,
নীল জোনাকির স্বপ্নগুলো নীর যমুনার আঁধার ঘরে।
(২১ অক্টোবর ২০১৫)