বিষাদ! চারিদিকে সামদ্রিক ঝড়,
              বিপন্ন দ্বীপের উদ্ভাসিত ভূ-খন্ড;
সতর্ক সংকেত বেজে ওঠে,
           বিলুপ্তি ঠেকাতে নির্বাসিত অন্তরঙ্গ
বন্ধুর উচ্ছ্বাস!
         গৌরব মহিমার চ্যালেঞ্জ ছুড়ি
মানবতার অস্তিত্বে!
             নীল সাগরের উন্মুক্ত ঊর্মি,
বনানীর নির্মল নিঃশ্বাসে নিরুদ্বেগে হাঁটি,
বিধ্বস্ত, বিষধর কীটের সাথে
                    ভালোবাসার দুঃসময়ে!
কালে কালে চলি ডানা ভাঙ্গা পরীর মতো
পলকহীন বিষাদ সামদ্রিক ঝড়ে
             মুখোমুখি বসি পলকহীন চোখে
ভালোবাসার রঙ্গমঞ্চে।
        বসন্ত বেলার কোন এক স্বপ্নভোরে,
ভেঙ্গে খানখান। দিবস রজনীতে,
তীর্থযাত্রার বিষাদে
         নির্বাসিত ভালোবাসার দ্বীপান্তরে।