সময়ের পূর্ণিমা উপেক্ষিত
জ্যোৎস্নাহীন শীতল ধরাতল
নীরব উচ্ছ্বাসে দ্বিধান্বিত হই!
মুখমন্ডলে আধুনিকতার ব্রণ
চৈতী রাতের আলোয় জীবনের স্বপ্নচূড়।
আত্মার ক্লিষ্ট রঙ, অচেনা-অজানা মুখ;
জীবনের প্রথম প্রহরে
তবুও না থাক  অন্যদিন! সেই শুরু
রূপসী উজ্জ্বল দুপুর
সিকি শতকের স্তুপীকৃত গর্বিত
যন্ত্রণায় স্তুতিবাক্য নীরব!
অস্পষ্ট আজ নতুন সময়
গাঢ়তার তমিস্রা তখন।
হিংস্র, লোলুপ বিবস্ত্র তমসা! অবিশ্বাস্য উচ্ছাস
নেশাগ্রস্ত মুখখানি লুকিয়ে, নির্লিপ্ততার মুখোশ!
প্রতিনিয়ত প্রেয়সীর চাপা ক্ষোভ
তবুও বাড়ি যাই সুবোধ বালকের মতো।
দিবালোকে, জনারণ্যের মাঝে, আচমকা সাধু সাজি।
ক্রান্তিকালে শ্বাপদের অবাধ বিচরণ
কিন্তু তার পর্বত প্রমাণ ক্ষমতোা
আর আমি অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত।
অসময়ের ঘটনায় দ্বিধাগ্রস্ত
হঠাৎ সময়ের ব্যবধানে, হারানো বিজ্ঞপ্তি!
খুঁজে ফিরি সেই মুখ!
বন্ধুর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা
আন্তরিকতা আর সহানুভূতির তত্ত্বাবধানে
সময় ও বিশ্বকর্মায় বিব্রত।