পূর্ব গগনে চাঁদ উঠেছে নবমীর টকটকে লাল,
নীলিমার মাঝে মেঘ যেন টোল খাওয়া তরুণীর গাল।
কুয়াশা সফেদ  আসমানী মেঘ, ঝরছে ধরণীর পরে,
যেন হেসে কুটিকুটি খায়, জ্যোৎস্না ছড়ায়, তারই ঘরে।
আকাশ গাঙে বান ডেকে যায়, মেঘ কুমারির ছায়ে;
চামেলি কেয়া শিউলি ঝরে মিলন মোহনা পেরিয়ে।
নবমীর চাঁদ মধ্যগগনে হেসে লুটোপুটি খায় ভূবনে,
লজ্জায় দু’হাত দিয়ে চেপে ধরে মুখ কুজনে দু’জনে।
পাখিসব নিরব, গাছের ডালে কিংবা বাসায় সইকে নিয়ে;
ঝিঁঝিঁপোকা ডাকে, নিশাচর উড়ে ডানা ঝাপটা দিয়ে।
আসমান বয়ে জ্যোৎস্না ছড়ায় নবমীর চাঁদ সারারাত,
জানে না সখি, মেলে থাকে আঁখি, কখন হয়েছে প্রভাত।



                                             ( ১৩ ডিসেম্বর ২০০৯)