আমরা বাংলার বাঙালি,
      আমাদের ইতিহাস গর্বের সুপ্রাচীন;
বাংলা বাঙালির, নানা জনগোষ্টির,
         চিন্তা চেতনায় নই কারো অধীন।
বাংলার সংস্কৃতি আর জাতীয়তাবাদী
     চেতনায় আমরা উদ্দীপ্ত,
     তবুও বারবার সাম্প্রদায়িক শাসন,
বিজাতীয় শোষণে করেছে ভীত।
শাসন-শোষণের মাঝেও হাজার বছরের
              অসাম্প্রদায়িক ও মানবিকতা,
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরে
      মুক্তিকামী জনতা এনেছে স্বাধীনতা।