সে পথ দিয়েই মুক্তির সংগ্রাম,
        স্বাধীনতার পথচলা, আমাদের কথাবলা;
তবু বারবার নেমে আসে মধ্যযুগীয়
                   শাসন, সে কথা যায় না ভুলা।
বীভৎস সাম্প্রদায়িক সন্ত্রাস। স্বাধীনতা
               বিরোধীদের দাম্ভিক আস্ফোলন,
জ্বালাও পোড়াও সহিংসতার দানবীয় রূপে,
                    সে উম্মাদনায় বিপন্ন জীবন।
রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস নয়,
               জন জীবনে চাই সমান অধিকার;
মুক্তির মন্ত্রে চিরভাস্বর করো,
   সাম্য-মৈত্রী সমাজিক মর্যাদার ন্যায়বিচার।
সময় সুযোগ পেলেই ওরা করছে
             সরল প্রাণ মানুষের মগজ ধোলই,
ইতিহাস পড়ে মুক্তিযুদ্ধের চেতনায়
      দেশকে জাগাতে পারো তরুণ তোমরাই।
সময়ের প্রয়োজনে বাঙালির জাতিসত্তার
                     সংস্কৃতিতে জাতিকে জাগাও,
জয় বাংলার স্লোগানে মুখরিত করে
               মুক্তির ইতিহাস বিকৃতি ঠেকাও।
         (০৫ ফেব্রুয়ারি ২০১৭)