অন্ধকারে ভরে দেয় জীবনের বেদনা
আশা হতাশার মাঝে আলোড়ন তোলে
        দিবারাত্রি ধরে
                  পৃথিবীর বুকে
তপ্ত শহর ছেড়ে গ্রামের পথে।
                    জীবনের বীজ বোনে
ভালোবাসায় কেঁপে ওঠে
                      নিস্তব্ধ কুঠিরে।


পৃথিবীর বুকে গ্রামের পথে
                      নিরাশার মাঝে
জীবন ঝড়ে লুটে পড়ে
          বসন্তের ঝরাপাতার মতো।
অশান্ত পথে হেঁটে চলে
   পলাতক পরাজিত সৈন্যের মতো।


নির্জন পথে পৃথিবীর বুকে
                   আবার ভালোবাসে
ভোরের আলোর মিতালী হাওয়ায়।
ব্যথা আকাঙ্খায় বাড়ে অস্থিরতা
                           আলেয়ার গহবরে
জীবন বেদনার ব্লাকহোলের কৃষ্ণ গহবরে।


পৃথিবীর বুকে আলো জ্বালে আঁধারে
অবহেলার মাঝে স্বপ্ন নিয়ে
                         দিনরাত্রি ধরে
সারাদিন বুকে ক্ষুধা নিয়ে
        বীজ বোনে
            জীবনের ভালোবাসা দিয়ে।
   পৃথিবীর বুকে মেঠো পথের পাশে
তরুঘেরা ছায়াভরা বন
                দুরন্ত হাওয়ায় দোলে জীবন।


অশান্ত বুকে শান্তির সুবাস নেয়।
মাটির গন্ধ নিয়ে অন্ধকারে জেগে ওঠে
                             জোনাকিরা।
ঝিঁঝিঁপোকার এক ঘেয়েমী ডাকে
        ক্লান্তি দূর করে রাতের আঁধারে,
পৃথিবীর বুকে মেঠো পথে
    ফুল পাখি আর প্রকৃতি খেলা করে
জীবন ভরে দেয় ভালোবাসার অমৃতে।


নিরাশার ভিতর স্বস্তি আসে
                    হৃদয়ের গভীর প্রয়াসে
লোভের মোহচ্ছন্নতা ভুলে সান্ত¡নার পথে
হিংসা ঈর্ষা ক্লান্তি ভয় দূর করি কাজে,
দিনরাত্রি ধরে হেঁটে চলি পৃথিবীর বুকে
            আপন হৃদয়ের মেঠো পথে।
           (০৩ মে ২০১২)