অভিমানি স্বপ্নগুলো আজ সব গেছে ঝরে,
একাকী! নিঃসঙ্গ ধুলোয় ধূসর অন্ধকারে।
বর্ণিল আলোয় খেলা করে মরীচিকা,
ধ্যানে মগ্ন মুগ্ধতায় তবুও না যায় দেখা।
ফিরে আসে বারবার! ফিরে আসেনি তাঁরা,
অভিমানি স্বপ্নগুলো আজ ঐ আকাশের তারা।
সে দিন ছুটেছিল, দূর আকাশে একাকি একাকি
সুদিন আসতে বাঙালির আর কতদিন বাকি!
নাকি! অভিমানি স্বপ্নগুলো ঝরে যাবে এভাবে?
দূর আকাশের তারা। স্বপ্ন কি অধরাএ ভবে!
চৈত্রের খরতাপে মরীচিকা নদীর মতো ছোটে,
আষাঢ়ের বাদল রাতে বন্যার জলে স্বপ্ন ছোটে।
অভিমানি স্বপ্নগুলো আজও তাড়া করে ফেরে,
তবুও আছি কবিতায় বাঙালির মমতার ঘরে।




                                                  ২৪  মার্চ ২০১০)