আমরা পেয়েছি ভাষা, আমরা পেয়েছি স্বাধীনতা;
                       হারিয়েছি বীর শহিদ জনতা।
আমরা পেয়েছি লাল-সবুজের স্বাধীন পতাকা,
                    আমরা পেয়েছি আপন ভূবন,
সবুজ-শ্যামল সুন্দর বাংলাদেশ।
                       আমরা বাঙালির নওজোয়ান
আমরা রাখবো বাংলার সম্মান,
      নবউদ্দ্যোমে আমরা গড়ব আমাদের দেশ।
আমরা রুখব কুশাসন, শোষণ, নীপিড়ন।
                  আমাদের ভাষা, আমাদের আশা
আমাদের শক্তি বীর জনতা।
মুক্তচিন্তার নওজোয়ান বাংলাকে দিবে সঠিক পথ।
দুর্নীতি, স্বজনপ্রীতি, নৈরাজ্য রুখে
               আমরা আনব বাংলায় রাঙা প্রভাত।
আমরা থাকব জাতিরঐক্যে একতা,
দেশপ্রেমি হও নেতা-নেত্রী, সম্মুখে চলো জনতা।
আমরা গড়ব আমাদের দেশ সকল ভেদাভে ভুলে,
বিশ্ব মানচিত্রে আমাদের পতাকা থাকবে উঁচুতে।
বীর বাঙালির শক্তি সাহস সবই আছে ভাই
পরাজিত শক্তির দম্ভ রুখতে সম্মুখে চলো সবাই।
আমরা শান্তি প্রিয় জনতা; বাংলায় চাই শান্তি একতা
আপন আপন কাজে জাতি ধর্ম মিলে গড়ি মানবতা।
আমরা নির্ভিক। মহাবীর। আমাদের নেই ভয়,
সবাই মিলে, হাতে হাত রেখে, আমরা করব বিশ্ব জয়।
       (২৫ ডিসেম্বর ২০১৪)