বার্ণ ইউনিটের দৃশ্য মমি দিয়ে সাজানো পুতুল।
হায়রে দেশপ্রেম! তোমার মানবতা কাঁদে
                               বার্ণ ইউনিটে!
পোড়া গন্ধে ভরপুর আজ বাংলার আকাশ বাতাস
নেতা-নেত্রী দেখে যাও তোমার দেশপ্রেম।
তোমার দেশপ্রেম কাঁদছে আত্মঅহংকারে
                             বার্ণ ইউনিটে!
কি পাপ! এ নিষ্পাপ খেটে খাওয়া জনতার
                   দেশ স্বাধীন করেছে তাই?
ঐ শোন আর্তনাদ! ঐ দেখ পোড়া গন্ধ মুখশ্রীর।
একমাত্র উপার্জনক্ষম স্বামী - দু’দিন যন্ত্রণা শেষে
চলে গেছে না ফেরার দেশে। ট্রাকটি জ্বলছে!
কি নিয়ে বাঁচব? কোন আশায় বুক বাঁধব!
বলেছিল,“আজ বাদে, কাল সকালে আসবো।”
এমনই আর্তনাদ বার্ণ ইউনিটে - সন্তান হারা মায়ের,
স্বামী হারা স্ত্রীর, বাবা হারা সন্তানের।