একদিকে অবরোধ, পেট্রোল বোমা, জ্বালাও পোড়াও
অন্যদিকে সমবেদনা। আহ কি চমৎকার!
                      গরম তেলে নুনের ছিটা।
হায়রে দেশপ্রেম! তোমার বিবেক পোড়ে
                              বার্ণ ইউনিটে!
সুশীল সমাজ, মধ্যরাতের পাখিরা দেখো-
মানবতা জ্বলে যন্ত্রণায় বার্ণ ইউনিটে!
তুমি কি দেখেছ যন্ত্রণা কাতর মানুষগুলো?
তাদের আর্তনাদ! আহাজারি!!
                কি তাদের অপরাধ!
খেটে খায়, রাজনীতি করে না তাই?
রাজনীতি আজ ক্ষমতায় যাওয়ার নীতি,
তাই আতঙ্ক সৃষ্টি করতেই এতো ভয় ভীতি।
            পেট্রোল বোমা মেরে বলে,
“ বোমা মারলে বড় পদ পাবো। ক্ষমতায় যাবো।”
হায়রে মানবতা, হায়রে দেশপ্রেমি নেতা!
তোমার মানবতা পেট্রোল বোমায় ভূলুণ্ঠিত
তোমার মানবতা কাঁদে বার্ণ ইউনিটে।
তোমার স্বাধীনতা পেট্রোল বোমায় আতঙ্কিত,
তোমার ক্ষমতার লোভ চিৎকার করে বার্ণ ইউনিটে!
মানবতা, দেশপ্রেম, বিবেক, স্বাধীনতা কাঁদে
                            ঐ বার্ণ ইউনিটে।
          (জানুয়ারি ২০১৫)