আজ আছো, কাল নাই ; বাঁচবা আর কতো দিন ;
হিংসা - ঈর্ষা - লোভ ভুলে, শোধ করো সব ঋণ।
তোমার কর্মফল,
হিসাবের ফলাফল
পাপের ভাগ কেউ নিবে  না, পাপ করো না রাতদিন।

পাপ ছেড়ে, লোভ ভুলে, সত‍্যের পথে সবাই চলো;
আপন কর্মে সত‍্য-মিথ‍্যা যাচাই করে ছড়াও আলো।
যার পাপের হিসাব  সেই দিবে,
যখন জীবন প্রদীপ যাবে নিভে ;
তখন সব পথ বন্ধ হবে। এখন যতই দেমাগ নিয়ে চলো।

তোমার আমার পাপের কর্মের ভাগ কেউ নিবে  না,
সময় গেলে, মৃত্যু  ঘনিয়ে এলে,ক্ষমার সুযোগ পাবে না
মাফ চাও প্রভুর কাছে,
যার ক্ষতি করেছ  তার কাছে ;
পাপ-শিরক ছেড়ে, তওবা করো; নতুবা দোজখ ছাড়বে না।