শাশ্বত বাংলার বাঙালির ঐতিহ্যে ধন্য
                     পহেলা বৈশাখ নতুনের জন্য,
দুঃখ, জরা, ব্যর্থতা আর মলিনতা ভুলে
                   আগামীর পথচলায় উঠি দুলে।
মহানন্দে চলি নতুনের বার্তা নিয়ে
          আপন ঐতিহ্য সংস্কৃতির চেতনা দিয়ে,
পহেলা বৈশাখ বাঙালির অবিনাশী শক্তি
    সভ্যতা অভ্যুদয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি।
বিদায় বছরের চৈত্র সংক্রান্তি শেষে
     পহেলা বৈশাখ আছে জাতীয়তাবাদে মিশে।
বৈশাখ বাঙালির চেতনার বহ্নিশিখায়
   তপ্ত গরমে অশুভ দূর করতে একতা শেখায়।