কূট-কৌশলে যে যত প্রখর
      রাজনীতিতে তার প্রভাব ততই বেশি,
কথার ফুলঝুরি আছে প্রতিশ্রুতির
           বাস্তবায়নে সব হয়ে যায় বাশি।
রাজনীতিতে কেউ কারো নয়
       তেলের পরে চলে তার ভাষণ চর্চা,
কক্ষ্যচ্যুত হলেই নমিনেশনের ভয়
   দুঃসহ জ্বালা, সংশয় রাজনীতিতে বাঁচা।
দাম্ভিক অবক্ষয়ের মাঝে
        রুক্ষতা ফেলে নমনীয়তার চাঁদরে,
দুরন্ত পদচারণা বর্তমান কাজে
                   সময়ের পথ ধরে ফেরে।
মুগ্ধতায় ভরিয়ে তোলে গুনকীর্তনে
     নবান্নের উচ্ছ্বাস যোগায় সজীব প্রাণে,
রাজনীতির মাঠে দাপিয়ে বেড়ায় উষ্ণ ঘ্রাণে
       বীরদর্পে নব্য উপাধিতে চমক আনে।
      (১৪ জুলাই ২০১৭, শুক্রবার)