আমাদের রাজনীতিতে নেই দেশপ্রেম দর্শন,
সহিষ্ণুতার কালচার নীতি আদর্শ অনুশীলন।
আর এ কারণেই আজ সমাজ-রাষ্ট্রে অস্থিরতা,
লোভ-লালসা, মোসাহেবি, পরশ্রীকাতরতা।


আর তাই সমাজের উঁচু থেকে নিচু সকলেই
নীতিহীন, দুর্নীতিবাজ, আছি স্বজনপ্রীতিতেই;
এর ফলে আমলা রাজনীতিবিদদের দেখলে,
নির্দ্বিধায় জনগণ ভৎসনা করে কুকথা বলে।


সে কারণেই আজ আমাদের বেশি দরকার,
মৈত্রী-ভ্রাতৃত্ব-কল্যাণবোধ আর মানবতার।
হিংসায় উন্মত্ত এ পৃথিবীতে দরকার শান্তির,
জাতি-ধর্ম-শ্রেণির মাঝে দরকার মিতালির।


আমাদের অন্তর থেকে দূর করতে পাপাচার,
অহিংসার মনোভাব নিয়ে এগুতে হবে সবার।
অন্তরে জাগ্রত করতে হবে দেশপ্রেমের আদর্শ,
সাম্য-মৈত্রী-ভ্রাতৃত্বে বন্ধনই মানবতার আদর্শ।


পশুপ্রবৃত্তি ত্যাগ করে, যোগ্য করো নিজেকে;
কাজে দেশপ্রেমে জাগ্রত হতে হবে সবাইকে।
রাজনীতিবিদ তোমরা দেশ জাতির কর্ণধর,
আমলা-রাজনীতিবিদদের কাজ হবে সেবার।
(২৪ মে ২০১৩)