পরিচয়ের  সূত্রপাত
            সেই পুরোনো জীবনটা থেকে-
বলোতো? সেটা কত দূর হবে আজ থেকে !
নতুন পরিচয়, নতুন একটি প্রভাত।
সূর্যটা পশ্চিমাকাশে দিগন্ত বরাবর।
  এখনই অন্ধকার গ্রাস করবে--
      এরই মাঝে আমাদের পরিচয়
থাকতে হবে অপেক্ষায়।
কুয়াশায় জড়িয়েছে দেশটা
শিশির কণাগুলো মুক্তোর মতো
  আবার ঝলমল করবে---
            নতুন একটি প্রভাত।
নতুন পরিচয়ে, নবীনের মাঝে;
জনতার তীক্ষ্ন দৃষ্টি আজ স্পষ্ট,
দৃষ্টির সামনে সব উন্মোচিত--
মিছিলে যোগ দিয়েছে জনতা
নতুন পরিচয়ে!
     ধূসর কুহকী মায়া পেরিয়ে
সেই পুরোনো জীবনটা ভুলে
পরিচয়ের সূত্রপাত
      নতুন একটি প্রভাতের
                      নতুন পরিচয়ে।



                     ( ২৫ ডিসেম্বর ২০০৯)