উন্মুক্ত বনানীর রক্তিমপ্রহরে
বড় ভালোবাসার ভীষণ দুঃসময়,
অজস্র বনফুলের সামান্য অভ্যর্থনা
       নির্মল নিঃশ্বাসে বিধ্বস্ত
                       নীল সমুদ্র!
দেবতার প্রসাধনে ডানাভাঙ্গা পরী
অস্থির চোখে বসে থাকি,
         পলকহীন পরীর খোঁজে।
আজও উন্মুক্ত বনানীর রাত প্রহরে!
একাকী বসন্তমেলায়,
             তবু দীর্ঘ জাগরণ
এক স্বপ্ন ভোরবেলায়!
আকাশ-মাটির নবস্রোতে
        হাঁটি একা পরীর খোঁজে;
দিবস-রজনীর সজল চোখে
রক্তমেদের মধুর মাটিতে
আগামী সূর্যের মহা আনন্দ।
অলৌকিক আঁধার তুর্যধ্বনিতে,
খুঁজি! উন্মুক্ত বনানীর রাতপ্রহরে!
তীর্থ যাত্রার পূর্ব জাগরণে
              তারার বৃষ্টিতে!