জীবনের গতিপথ কখনো সরল রৈখিক নয়,
তবু, অদম্য মনেবলে তুমি করতে পারো জয়।
প্রতিনিয়ত জীবন সংসারে চলে উত্থান-পতন,
এরই মাঝে পাল্টাতে হবে সবার জীবন ধারণ।


জীবনে যেমন আছে আরাম আয়েশ ও কষ্ট,
হাঁসি আনন্দ কাঁন্নায় কখনো হয়ো না নীতি ভ্রষ্ঠ।
প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে চলে মধ্যবিত্ত জীবন,
পাওয়া নাপাওয়ার মাঝে এ আশাহত জীবন।


মহামনীষিদের জীবনী পড়ো, গড়ো জীবন তাঁদের মতো,
সাম্প্রদায়িকতার জাত-ধর্ম ভুলে, মানুষকে মানুষ ভাবো।
তুমি কর্মে দাও কঠোর শ্রম আর বইয়ে খোঁজ ঠাঁই,
দেখবে মসৃণ-অমসৃণ চলার পথে কোথাও নেই ভয়।


হতাশার মাঝে আশার আলো দেখবে চলার পথে,
তোমকে স্মরণ করবে বিশ্বজগত সংসার পরতে পরতে।
             (১১ ফেব্রুয়ারি ২০১৭)