একদিন তুমি ফিরবে ঐ প্রাসাদ থেকে,
সাজ বদলের ঘুমহীন ঘোরগ্রস্থ রাতের শেষে।
দ্বিধাহীন চোখে দেখেছি ভ্রুকটি তুলে,
অচেনা গলিপথে আঁতকে উঠি আর্তনাদে।
হঠাৎ সেদিন বৃষ্টিমগ্ন ছায়াময় দুপুরের পরে,
প্রাসাদ থেকে ফিরে নির্জনে একাকী ভেজে।
আলোকগুচ্ছ ভীষণ তেজে ছোটে দিকচক্রবালে,
ঘুমহীন চোখে প্রাসাদে সাজবদলের খেলাচলে।
(০২ জুলাই ২০১৬)