নারী জাগে সারারাত পুরুষের পাশে,
আবার ছলনার ফেলে চলে যায় অন্যকে ভালোবেসে।
নারী কখনো ছলনাময়ী, কখনো বা মায়াবিনী!
এরই মাঝে নারী আবার প্রেম পূজারিণী।
নারী চায় সুঠামদেহের নর দিবানিশি পাশে,
প্রেমে মৃত্যুঞ্জয়ী স্বামী সংসার ভালোবেসে।
নারীর অশ্রুতে অজানা ভাষা,
দুর্ভাগিনী! তবু বুকেতে আশা।
দৃষ্টি শক্তি তার বড় তীক্ষ্ণ
প্রেম দিয়েই করে জয়, নয় কেহ ভিন্ন।
প্রেমের তাড়না, যৌবনে যুবক যুবতীর বড় ভয়!
তবু প্রেম দিয়ে ওরা ত্রিভূবন করে জয়।
নারী চায় প্রেম, দেয় ভালোবাসা
নারী বোঝে মনের ভাষা।
নর চায় নারী আর নারী চায় নর
উভয় মিলে গড়ে তোলে স্বপ্ন ভালোবাসার ঘর।
       নারী বড় অভিমানি
প্রীতিসুধায় রহস্যের রাণী,
চোখে মুখে অতৃপ্তির ক্ষুধা
পাপিষ্ঠ ছলনাময়ী রমণী চায় শুধু সুধা।
ক্ষণে ক্ষণে তারা শংকিত অকারণে
কেঁদে কেঁদে ফেরে অভিমানে সঙ্গোপনে।