দম্ভ ছেড়ে বিনয়ী হও কাজে, দেখবে তুমি;
আত্মসম্মানে তুমিই হবে সব থেকে দামি।
আত্মবিশ্বাসী হও, জীবনকে করবে গতি প্রাবাহ;
অবিশ্বাস আর সন্দেহ জীবনকে করবে দুর্বিসহ।