সুপ্ত প্রতিভায় তুমি অপর সম্ভাবনার অফুরন্ত ভাণ্ডার,
তোমার ভাবনা আদর্শ জীবনকে প্রফুল্ল করে সবার।
মহাজগতে ক্ষুদ্র নীচ বলে অবজ্ঞা করো না কাউকে,
ক্ষণিকের মোহে দম্ভ দেখিয়ে, ভাবছ ছাড়িয়েছ সবাইকে।