জীবন প্রকৃতি কাউকে ছাড়ে না, কর্মফল পাবে অবেলায়;
বেলাশেষে নিঃস্ব, ছিছি দিবে, কাটবে জীবন অবহেলায়।
তোমার দম্ভ চূর্ণ হবে শেষে প্রকৃতির নিয়মিত রোষে,
দাম্ভিক-আত্মঅহংকার-ঘৃণা তোমাকে ডোবাবে শেষে।