ব্যঙ্গ বিদ্রুপ দোষারোপ অহেতুক সমালোচনা করো না ,
ধৈর্যগুনে কাজ করে গেলে ফল কখনো বৃথা যায় না।
জুলুম জালিম দাম্ভিক দেখিয়ে যতই করো সর্বনাশ,
ওরা বেঁচে র’বে মানবের ভীড়ে, তুমি পাবে উপহাস।