সময় শেষে দাম্ভিকতার অপরাধ বোধে কাঁদাবে তোমাকে,
সবকিছু বুঝেও আত্মঅহংকারে ডুবিয়েছো বিবেককে।
ধন-দৌলত গাড়ি-বাড়ি আছে, ভাবছ সব যাবে ছাড়িয়ে,
অহংকারের আগুনে পুড়ে ছাই হয়েছে দাম্ভিকতার দায়ে।