তোমরা মানুষকে মানুষ ভাবো, সম্মান করো;
অমানুষ মানুষ নয়, ওরা পশুর সমান তরো।
নর-নারীকে ভেদাভেদ করো না, সবাই মানুষ।
পশু প্রবৃত্তিকে জাগিয়ে হয়ো না কেউ বেহুশ।


সততা আর সত্যকে রোপন করো আপন দিলে,
অন্যায় অবিচারের বিরুদ্ধে রোখো সবাই মিলে।
নানা জনের নানা মত, মতের অমিল থাকবে সমাজে;
প্রতিপক্ষকে ঘয়েল নয়, বোঝাও যুক্তি তর্ক কাজে।


হৃদয়ে করুণা সহমর্মিতা দরদ ভালোবাসা না থাকলে,
মহাজ্ঞানী, পণ্ডিত, মনীষি হওয়া যায় না কোন কালে।
মানুষকে ভালোবাসো ধনী-গরিব ভেদাভদ ভুলে;


অমানুষ পশুকে জাগতে দিয়ো না, রুখো সবাই মিলে।
অর্থের অহংকার,ক্ষমতার দাপট জগতের সব দিকে;
মূল্যবোধের অবক্ষয়ে মানবিক দিক হচ্ছে ফিকে।


হিংসা-ঈর্ষায় অন্যকে তুচ্ছ ভেবে, চলছি দম্ভভরে;
অমানুষগুলো পাপাচারে লিপ্ত হচ্ছে অর্থ অহংকারে।
         (৩০ জুন ২০১৭, শুক্রবার)