প্রিয়জন
                    -এম. মাহবুব মুকুল


খুঁজে ফিরি নিশিদিন। খুঁজি প্রিয়জন,
চেয়ে আছি তোমার পানে, বাঁধা এ জীবন।
খুঁজে খুঁজে দিশাহারা পাব নাকি আর !
তোমার জন্য শূন্য আছে আমার এ ঘর।
ভুলতে পারি না আজও ! মনে সেই স্মৃতি,
পেয়েছিলাম সেদিন তোমার মনের সুমতি।
মন তাই মানে না শতবাঁধনের ছলে ,
ঝাঁপসা আঁধারে তলিয়ে দিল দু’চোখ জলে।
সন্ধ্যা ঘনিয়ে এলো, তবু থামে নাই বৃষ্টি;
প্রিয়জন কাছে নাই ! দূরে তাই দৃষ্টি।
ঝড় আর থামে না , মানে নাকো মন,
কাছে থেকেও দূরে আজ, দূরে প্রিয়জন।
দুঃখের সাগরে, সুখের ছোঁয়া হৃদয় ওঠে দুলে !
জীবনে আছো তুমি, যেয়ো না কখনো ভুলে ।
শূন্য এ বুকে তুমি আমার কতনা আপন,
কাছে থেকেও দূরে আজ! দূরে  প্রিয়জন ।