স্বাধীনতার সংগ্রাম থেকে আজ অবদি চলছে
“ইসলাম গেলো, ইসলাম গেলো’ মিথ্যা অপবাদ ,
ধর্মপ্রাণ মুসলমান দেখছে যুগে যুগে এসব মতবাদ।
এদেশে ইসলাম আছে ইসলাম থাকবে।
ওরা ধর্মের দোহায় দিয়ে মিথ্যাবলা মহাপাপ জেনেও
ধর্মীয় লেবাসে মিথ্যা-গুজব ছড়াচ্ছে ।
তাই কথায় বলে (লোক মুখে প্রচলিত),
“রাজাকারের সময় এলে ধরে ধরে গুলি করে!
সেই রাজাকার আবার মুন্সী সাজে”
ওরা বলেছিলো,“এদেশে মসজিদ থাকবে না,
আযান হবে না।” স্বমহিমায় আযান হচ্ছে।
সর্বদা ধর্মপ্রাণ মুসলমানের মনে বিভেদ সৃষ্টি করে,
মুক্তির সংগ্রামকে কলুষিত করতে ওরা ছিল ব্যস্ত।