প্রতিভা মানে কঠোর ও অসীম পরিশ্রম,
অদৃশ্য শক্তি বিকাশে ধৈর্য আর সাধনা
অত্নশক্তি বিকাশে অপরিহার্য শর্ত নিরবিচ্ছন্ন সাধনা।
পরিশ্রম, পর্যবেক্ষণের পর পর্যবেক্ষণ, প্রতিভার ধন,
দৃষ্টি ভঙ্গি সদা সর্বদা অনুসন্ধিৎসু মন।
কঠোরশ্রম, সাধনা, ধৈর্য পর্যবেক্ষণই প্রতিভা;
মানব মনের সুপ্ত শক্তির প্রতিফলনই প্রতিভা।
ক্লান্তিহীন সাধনাই প্রতিভাবানদের জীবন
সুদীর্ঘকালের নিরলস অধ্যবসয়ই চিন্তা-চেতনার প্রতিফলন।
প্রতিটি মনই পর্যবেক্ষণ ও অনুসন্ধানি মনেবৃত্তি নিয়ে জন্মায়,
লব্ধ পরিশ্রম প্রতিভার রূপ। স্বার্থক তা চিন্তা-ভাবনায়।
প্রতিভা মানেই প্রশ্নের জবাবে অনুসন্ধান আর সমাধান।
অনুসন্ধিৎসু মনে লুকানো সুপ্ত সম্ভাবনার সাধন।
রহস্যের সত্য উন্মোচন করে প্রতিভা,
মগজের ক্ষমতা বাড়ায় মগজের প্রতিভা।
প্রতিভা বাড়ে বুদ্ধিদপ্তি ও সৃজনশীল কাজে,
চিন্তাশক্তি, ইচ্ছাশক্তি, মননশক্তি,কর্মশক্তিই তার মাঝে।
ঘুমন্ত, লুকায়িত রত্নেরখনি জাগ্রত করে প্রতিভা,
আত্নবিকাশ আর আত্নপ্রতিষ্ঠাই প্রতিভা।
প্রতিটি মানুষই প্রতিভাবান,
যে যেভাবে প্রয়োগ করে তার প্রতিভার প্রতিফলন।
প্রতিভার প্রতিফলন তাঁকে মহাজ্ঞানি, চিরজীবি করে,
যোগ্য সম্মান দিয়ে ইতিহাস তাঁকে স্মরণ করে।