রমজান মাসের চাঁদ উঠেছে,
                  রোজা রাখো মুসলমান;
বছর ঘুরে আবার এসেছে
                আত্মশুদ্ধির মাস রমজান।
শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ রাত শবে কদর,
                  কোরান নাযিলের রাত ;
একুশ থেকে বেজোড় রাতে
        খোঁজ করো সে মহিমান্বিত রাত।
রহমত-মাগফিরাত- নাজাত
                পাওয়ার আত্মশুদ্ধির মাস,
রমজানের শিক্ষা নিয়ে
           পথ চলো বাকি এগারো মাস।
এক মাস সিয়াম সাধনা শেষে
   যাকাত-ফিৎরায় বিলিয়ে দাও সম্পদ,
আত্মসমালোচনায়, আত্মউপলব্ধিতে
              আত্মশুদ্ধিতে কাটবে বিপদ।
ঐ দেখ, পশ্চিম দিগন্তে রমজান
          শেষে উঠেছে শাওয়ালের চাঁদ;
বিশ্ব মানবতায় মুসলিম জাহানে
            আজ আনন্দ- খুশির সংবাদ।
তাইতো, হিংসা-দুঃখ ভুলে
     এক কাতারে নামাজ পড়ে উৎসাহে,
ভেদাভেদ ধনি-গরিব ভুলে
       কোলাকুলি করে আপন ইদগাহে।