হাউজিং প্রকল্প আর নদী দখলের বাণিজ্যে
       নদীগুলো আজ হয়েছে খাল কিংবা ড্রেনে।
       নদীর তলোদেশ পলিথিন আর বর্জ্যে ভর্তি,
           মানুষের চাপে রাজধানীতে নেই স্বস্তি।
           যানজট আর বিক্ষিপ্ত রিস্কা গাড়ির চলাচল,
তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে, জন জীবন অচল।
      পানি, গ্যাস, বিদ্যুৎ, কেবল লাইনের খোঁড়াখুড়ি
               কাজের সমন্বয় নেই, নেই তাদের জুড়ি।
আজ ওয়াসা তো কাল বিদ্যুৎ তারপর গ্যাস!
    রাস্তা খোঁড়াখুড়িতে ব্যস্ত থাকে বারমাস।
             পলিব্যাগ আর বালি ভরাট করে
সুরম্য অট্টালিকা, শপিংমল তৈরি করছে তার উপরে।
             রাজধানি ঢাকা উঠছে কেঁপে
         ভূমিকম্পের আতঙ্ক ধাপে ধাপে।
মধ্যবয়সী রাজধানী ঢাকা আজ
             সুরম্য অট্টালিকা আর শপিংমলে
   যেন মেকআপে রাজধানী করছে ঝলমলে।
বিষক্ত শীষা আর নদী দখল থেকে ঢাকাকে বাঁচাতে হলে,
রাজধানী স্থানান্তরের কথা ভাবতে হবে।
রাজধানী ঢাকা অল্প বয়সে আজ বুড়ি,
পরিবেশবিদ নগরবিদেরা ভেবে ভেবে অস্থির।