আমাদের রাজধানী ঢাকা শহর
প্রতিদিন বেড়েই চলেছে মানুষের বহর।
প্রাচীন কালে খাল-বিল-নদী ছিল ছবির মতো আঁকা
                         আর বসতি ছিল ফাঁকা ফাঁকা।
আজকে দেখো কোটির উপরে মানুষে ঢাকা,
                    আমাদের রাজধানী ঢাকা।
       রূপসী বাংলার ছবি আঁকা,
প্রকৃতির যৌবনে ছিল রূপে ঢাকা।
সেই ১৬১০ সালে রাজধানী ঢাকার পথ চলা
      বুড়িগঙ্গার ঢেউ দিতো দোলা।
                     বাংলার বুকে চিরস্মরণীয় তাঁরা
                           নগর পত্তন করেছিল যাঁরা।
  বুড়িগঙ্গার তীরে মনোরম পরিবেশে
              অফিস আদালত কোর্ট কাচারি,
রাজধানী ঢাকা হয়ে উঠেছিল অপূর্ব বাহারি।
           আমাদের এই ছোট্ট হিরন্ময় একটি দেশ
রাজধানীতে অপূর্ব শোভায় ছিল মনোরম পরিবেশ।
        জীবিকার টানে কর্মের খেঁজে
রাজধানীতে ছুটছে মানুষ বুঝে নাবুঝে।
কোটি মানুষ আর সুউচ্চ অট্টলিকার চাপে
                      রাজধানী ঢাকা কাঁপে।