তুমি যদি দেখো রাজধানীর কোন নদ-নদীর পানি,
              চমকে উঠে, থমকে দাঁড়িয়ে বলবে,হায়!
                    কী দেখিলাম আমি! এ কি পানি?
                  ছোট্ট একটা গল্প বলি
   গল্পতো নয় বাস্তব ঘটনা,
এক বিদেশী পর্যটক গিয়েছেন বুড়িগঙ্গা নদীতে নৌবিহারে
পানির রঙ দেখে বলল, তোমাদের এতো বড় সুয়ারেজ?
কাঁদব না হাসব ! তাকিয়ে রইলাম পানিতে।
রাজধানীর যত আবর্জনা নর্দমার পানি পড়ছে বুড়িগঙ্গা নদীতে।
পরিবেশবিদ নগরবিদেরা তাই বলছে বারবার,
রাজধানী ঢাকার নদ-নদীগুলো বাঁচাও এবার।
যদি না পারো শিল্পকারখানা সরিয়ে
             নদী রক্ষা করে রাজধানী ঢাকা রক্ষা করতে!
                   রাজধানী স্থানান্তর করো খুলনাতে।
             বিশ্বের বড় বড় দেশের রাজধানি সমুদ্র উপকূলে,
       রাজধানী ঢাকার এ অবস্থা আমাদের কর্মফলে।
ভূমিখোর, নদী দখল, দুনীঁতি আর স্বজনপ্রীতির ফলে,
সুজলা সুফলা এই দেশটাকে আমরা কেন যাই ভুলে?
এলিটশ্রেণি আর উঁচু মহলের টাকার কাছে অসহায়,
     দেশটা ধবংস করছে এরা, এখানেই যত ভয়।
            ঢাকার বুকে অসংখ নদ-নদী ছিল
      হাউজিং প্রকল্প আর নদী দখলের বাণিজ্যে
       নদীগুলো আজ হয়েছে খাল কিংবা ড্রেনে।