আজ হতে কতদিন আগে
বসন্ত এসেছিল রাজধানীর যৌবন বাগে!
নগরবিদ পরিবেশবিদরাই ভালো জানে।
          রাজধানী ঢাকার গগনে।
কুসুম বাগানে, ফুটেছিল ফুল
বুড়িগঙ্গার ভরা যৌবনে ভাঙত দু’কূল।
           সেদিন হতে কত বর্ষ পরে হবে
আজ ভাবছে পরিবেশবিদ নগরবিদেরা,
সতর্কবাণী উচ্চারণ আর প্রচার করতে করতে দিশেহারা।
              রাজধানী ঢাকার বাতাসে শীষার গন্ধ,
চর্মরোগ হাঁপানিতে দমবন্ধ আবার কেউবা হচ্ছে অন্ধ।
মানুষ আর অট্টলিকার ভারে রাজধানী করছে ত্রাহি ত্রাহি,
রাজধানী ঢাকার এ অবস্থা হয়নি রাতারাতি।
আমাদের ভূমিখোর হাউজিং প্রকল্প গুলি
                   খাল-বিল, নদ-নদী ভরাট করে
আকাশচুম্বি ভবন তৈরি করছে দম্ভ ভরে।
                  রাজধানী ঢাকা উঠছে কেঁপে
          মরণ ফাঁদ ধাপে ধাপে।
শিল্পকারখানা, পলিথিন আর মানুষের বর্জে
রাজধানীর নদীগুলো আজ যেন সুয়ারেজ।
তুমি যদি দেখো রাজধানীর কোন নদ-নদীর পানি,
  চমকে উঠে, থমকে দাঁড়িয়ে বলবে,হায়!
                    কী দেখিলাম আমি! এ কি পানি?