মেঘগুলো সব উড়ে চলে
                   হালকা থেমে থেমে,
    রাখাল ছেলে বাঁজায় বাঁশি
                   বটের ছায়ায় ঘেমে।
    গরু ছাগল চরছে মাঠে
               খাচ্ছে আপন মনে ঘাস,
    গ্রীষ্ম-বর্ষা-শীতে এমনি করে
       রাখাল ছেলের কাটে বার মাস।
    কষ্টে থাকে মাঠে ঘাটে
                  কষ্টের যে নাম তার,
    নদীর ধারে বটের ছায়ায়
                 এটাই যেন তার ঘর।
    সবাই অপন সব ছেলে-মেয়ে
                      সবাই তার প্রাণ,
   বটের ছায়ায় বাজায় বাঁশি
             সুরে তার বাংলার ঘ্রাণ।
   ভোর বেলাতে মাঠে ছোটে
                       গোধুলিতে বাড়ি,
    মাঠের সাথে কথার সুরে
               মাঠই যেন তার নাড়ি।
                    



(১২জুন২০০৯ )