সন্ধ্যামালতি ঝুলছে অধরা ডানায়,
গোধুলি বেলার মাতাল হাওয়ায়।
জ্বলে নেভে মহাকালের পাতায়
মৌ আসে নতুন ফুলের আভায়,
শব্দহীন চিৎকারে দৌড়ায়
বিরান ভূমির প্রভায়।
হদয়ে রক্তক্ষরণ ভালোবাসায়,
পৌঢ়ত্বের চিত্রকল্পে চেতনাশিল্প শুকায়।
সেই যুগান্তকারী কালবেলার সূর্যোদয়ে,
সবকিছু থেমে যায় ক্ষয়ে ক্ষয়ে!
স্বভাব পাল্টায় বিষণ্নতার বাকে বাকে
পরিচয় শূন্য স্বপ্ন হারায় স্বপ্নের বাকে।
বিভ্রান্তির দুপুরে স্বপ্ন ঝরে প্রতীক্ষায়
দীঘল চুলের রঙতুলির আল্পনায়।
নৈশব্দে ফুলেরা হাসে তারই শোভায়,
পুষ্পিত মাঠের গোধুলি আভায়।
প্রেমের মিলন, হৃদয়ের ধন কল্পনায়
ফুলেরা হাসে অদৃশ্য বাঁধনে সর্বময়।
কে যেন চলে যায় ঐ মাতাল হাওয়ায়,
নৈশব্দে হাসে কি সুন্দর।
এলোমেলো ভাবনায়।
(রচনাকাল: ১৭ মার্চ ২০১৯)